প্রতিযোগিতার নিয়মানুসারে প্রত্যেকটি ইংরেজি শব্দ বলার জন্য প্রতিযোগীকে ১ নম্বর দেওয়া হয়েছে।




প্রতিযোগিতার নিয়মানুসারে প্রত্যেকটি ইংরেজি শব্দ বলার জন্য প্রতিযোগীকে ১ নম্বর দেওয়া হয়েছে।




১৭/০২/২০২২

১৮/০২/২০২২

১৯/০২/২০২২

২০/০২/২০২২



অংশগ্রহণকারীদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে, তারা “বাংলার তুফান” প্রতিযোগিতায় এর আগে কখনো অংশগ্রহণ করেছিল কিনা। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় এবারে নতুন প্রতিযোগীর সংখ্যা তুলনামূলক বেশি।

নাম নিবন্ধন এর পূর্বে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি সকলের কাছে প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত তুলে ধরতে। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, নাম নিবন্ধন এর সময় অনেকেই প্রতিযোগিতা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবন্ধন এর সাথে সাথে প্রতিযোগিতা সম্পর্কে অবগত করতে।

আমাদের কাছে প্রতিযোগীর সময়ের মূল্য অনেক বেশি। তাই আমরা এবার নাম নিবন্ধনের সময় জানার চেষ্টা করেছি অংশগ্রহণকারী কোন সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় বেশিরভাগ প্রতিযোগী রাতের বেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি সফলভাবে নিজের নাম নিবন্ধন করেছেন। তাই ধরে নেওয়া যায় আপনি প্রতিযোগিতা সম্পর্কে অবগত রয়েছেন। যদি প্রতিযোগিতা সম্পর্কে এখনো অবগত না হয়ে থাকেন তাহলে বিস্তারিত দেখে নিতে পারেন।

আশা করছি প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিতার নিয়ম এবং প্রবিধান সম্পর্কে অবগত রয়েছেন। যদি কোন প্রতিযোগী নিয়ম এবং প্রবিধান সম্পর্কে না জেনে থাকেন অবশ্যই প্রতিযোগিতার পূর্বে একবার নিয়ম এবং প্রবিধান গুলো দেখে নিবেন।
নিবন্ধিত সকল অংশগ্রহণকারীদেরকে নিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি থেকে এবং এই প্রতিযোগিতা চলবে ২০ তারিখ পর্যন্ত। আপনার পছন্দের প্রতিযোগী কয় তারিখ কোন সময়ে সম্প্রচার করবেন তা জানতে বিস্তারিত দেখুন।
বাংলার তুফান সিজন ০৩ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে যারা প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনাদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা সবসময় আমাদের পাশে থাকবে।


বাংলার তুফান খুবই স্বল্প পরিসরে যাত্রা শুরু করে ২০২০ সালে। Nil Mehir কম ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলার তুফানের বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

প্রথম মৌসুমে বাংলার তুফান প্রতিযোগিতা সকলের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। প্রথম মৌসুমে আমরা অনেকের অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও সু্যোগ দিতে পারিনি। তাই মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমরা ২০২১ সালে “বাংলার তুফান সিজন ০২” নামে আত্মপ্রকাশ করি। Tasin সবচেয়ে কম ইংরেজি শব্দের ব্যবহার করে বাংলার তুফান সিজন ০২ এর বিজয়ী নির্বাচিত হন।

নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে আমরা এবার বাংলার তুফান সিজন ০৩ এর আয়োজন করেছি। @akjug_ronald_mario কে অসংখ্য অভিনন্দন যে তিনি সবথেকে কম ভুল করে বাংলার তুফান সিজন ০৩ প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন।
প্রতিযোগিতায় আপনাকে কি করতে হবে?
👉প্রতিযোগিতার জন্য আপনার নাম নিবন্ধন করা হয়ে গেলে আপনাকে আয়োজক মন্ডলী থেকে সুনিদৃষ্ট তারিখ এবং সময় বলে দেওয়া হবে।
সেই তারিখ এবং সময়ে আপনাকে আপনার লাইভে আসতে হবে।
👉বিচারক নির্ধারিত ১০ মিনিট আপনাকে লাইভ করতে হবে।
👉মূলত আপনি আপনার দর্শকদের সাথে ১০ মিনিট কথোপকথন করবেন। তাদের মন্তব্য পরবেন এবং মন্তব্যের উত্তর দিবেন। কিন্তু কোন ধরনের ইংরেজি শব্দের ব্যবহার এই ১০ মিনিটে করা যাবে না।
👉চেষ্টা করবেন দর্শকদের মন্তব্যগুলো সমন্বয় করে পড়তে, যেন খুব বেশি ধীরগতির না হয়ে যায়।
👉বিচারকগণ শুধু আপনি কয়টি ইংরেজি শব্দ বলছেন সেটি গণনা করবেন।
👉বিচারক বৃন্দ চাইলে ধীরগতির কথোপকথনের জন্য শাস্তি স্বরূপ ভুলের নম্বর বাড়াতে পারেন বা প্রতিযোগিতা থেকে বাতিল করতে পারেন।
