প্রতিযোগিতার নিয়ম এবং প্রবিধান

  1. ১০ মিনিটের সরাসরি সম্প্রচার করতে হবে, যেখানে সম্পূর্ণ সম্প্রচারটি বাংলায় করতে হবে, কোন ধরনের ইংরেজি বা অন্যান্য ভাষার ব্যবহার করা যাবে না।
  2. সম্পূর্ণ সম্প্রচারটি দুজন নিরপেক্ষ বিচারক এবং সকল দর্শকদের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
  3. প্রতিযোগীকে অবশ্যই প্রতিযোগিতার নির্ধারিত সময়ের পূর্বে সম্প্রচার শুরু করতে হবে।
  4. কোন প্রতিযোগী যদি নির্ধারিত সময়ে সম্প্রচার করতে ব্যর্থ হয় এবং আয়োজক মন্ডলির সাথে যোগাযোগ না করে থাকে তাহলে সেই প্রতিযোগীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
  5. প্রতিযোগিতা শুরুর পূর্বে প্রতিযোগীর সম্প্রচারের শিরোনাম “বাংলার তুফান সিজন ৩” দিতে হবে এবং সম্প্রচারের প্রচ্ছদ পরিবর্তন করতে হবে।
  6. বিচারকগণ “সময় শুরু” বলবার পর থেকে প্রতিযোগীর সময় নির্ধারণ শুরু হয়ে যাবে।
  7. প্রতিযোগিতা চলাকালীন সময়ে একজন প্রতিযোগী তার দর্শকদের সাথে কোনো ধরনের অশোভন বা অসৌজন্যমূলক বাক্য বিনিময় করতে পারবেন না।
  8. প্রতিযোগীর মত দর্শকদের থেকেও সৌজন্যমূলক বাক্য বিনিময় আমরা আশা করি। তাই কোন দর্শক যদি প্রতিযোগীর সাথে অসৌজন্যমূলক বাক্য বিনিময় করেন তাহলে বিচারকগণের নির্দেশে প্রতিযোগী সেই দর্শককে সাময়িকভাবে বন্ধ (Mute 🤐) বা পুরোপুরিভাবে সম্প্রচার থেকে বের করে (Kick out) দিতে পারেন।
  9. প্রতিযোগিতার দর্শক সংখ্যা যদি ১০ এর নিচে হয় তাহলে বিচারকগণ প্রতিযোগিতা শুরুর ক্ষেত্রে বিলম্ব করতে পারেন।
  10. প্রতিযোগীদের কম ভুলের দিক থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  11. কোন প্রতিযোগী যদি নিয়ম ভঙ্গ করে তাহলে বিচারকগণ শাস্তিস্বরূপ সেই প্রতিযোগীর ভুলের নম্বর বাড়িয়ে দিতে পারেন অথবা সেই প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে বাতিল করতে পারেন।
  12. সম্মানিত বিচারকগণ দ্বারা নির্ধারিত ফলাফল সর্বশেষ বলে গণ্য করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পরিসংখ্যান

অংশগ্রহণকারীদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে, তারা “বাংলার তুফান” প্রতিযোগিতায় এর আগে কখনো অংশগ্রহণ করেছিল কিনা। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় এবারে নতুন প্রতিযোগীর সংখ্যা তুলনামূলক বেশি।

নাম নিবন্ধন এর পূর্বে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি সকলের কাছে প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত তুলে ধরতে। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, নাম নিবন্ধন এর সময় অনেকেই প্রতিযোগিতা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবন্ধন এর সাথে সাথে প্রতিযোগিতা সম্পর্কে অবগত করতে।

আমাদের কাছে প্রতিযোগীর সময়ের মূল্য অনেক বেশি। তাই আমরা এবার নাম নিবন্ধনের সময় জানার চেষ্টা করেছি অংশগ্রহণকারী কোন সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম। উপরের পরিসংখ্যান থেকে বোঝা যায় বেশিরভাগ প্রতিযোগী রাতের বেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

বাংলার তুফান সিজন ০৩

আপনি কি প্রতিযোগিতা সম্পর্কে অবগত?

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি সফলভাবে নিজের নাম নিবন্ধন করেছেন। তাই ধরে নেওয়া যায় আপনি প্রতিযোগিতা সম্পর্কে অবগত রয়েছেন। যদি প্রতিযোগিতা সম্পর্কে এখনো অবগত না হয়ে থাকেন তাহলে বিস্তারিত দেখে নিতে পারেন।

নিয়ম এবং প্রবিধান

আশা করছি প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিতার নিয়ম এবং প্রবিধান সম্পর্কে অবগত রয়েছেন। যদি কোন প্রতিযোগী নিয়ম এবং প্রবিধান সম্পর্কে না জেনে থাকেন অবশ্যই প্রতিযোগিতার পূর্বে একবার নিয়ম এবং প্রবিধান গুলো দেখে নিবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী

  1. khulna_nesha
  2. rio-rahid-lover56
  3. Ahmed_Rohan
  4. Adi_xii
  5. __Zeeher_Alvee__98
  6. Mihir_Dot
  7. NahiYaan_PuNno
  8. Alex_bin-
  9. xayan_prem_-_rj
  10. Abir-Hamja42
  11. akash004_nzy
  12. ۝亗Dustu_Pola۝
  13. Ridu_Chowdhury
  14. raj_khan_93j
  15. megh_babu_5f4
  16. _Farhan_Ahmed_
  17. Xion_Xio_Top
  18. Abir_00_
  19. ۝BEGUM_JAAN۝
  20. _KING__SHAHRIYAR_
  21. IMAGINATION_OF_LOVE
  22. Life_of_hardship_yfj
  23. lover_boy_abir_
  24. Cream_Apaツ
  25. Manual_King
  26. soto_babu_su7
  27. ۝亗Sanvi-Vaiya亗۝
  28. alex_vendor
  29. CM_RodroツSaLMaN
  30. akjug_ronald_mario
  31. ZURATHEAM
  32. _____Nilche_____
  33. Psycho_Boy_Kg
  34. ۞Jon_Kabir_SS۞
  35. Mahbub_Ahmed_Shuvo
  36. Rahid_Rohan
  37. ____Kaif____
  38. Nill_Khulna_JOVAN

অংশগ্রহণকারীদের সময়সূচী

নিবন্ধিত সকল অংশগ্রহণকারীদেরকে নিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি থেকে এবং এই প্রতিযোগিতা চলবে ২০ তারিখ পর্যন্ত। আপনার পছন্দের প্রতিযোগী কয় তারিখ কোন সময়ে সম্প্রচার করবেন তা জানতে বিস্তারিত দেখুন।

অংশগ্রহণকারীদের ফলাফল

বাংলার তুফান সিজন ০৩ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে যারা প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনাদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা সবসময় আমাদের পাশে থাকবে।

অংশগ্রহণকারীদের পরিসংখ্যান

বাংলার তুফান সিজন বিজয়ী

বাংলার তুফান সিজন ০১ বিজয়ী

বাংলার তুফান খুবই স্বল্প পরিসরে যাত্রা শুরু করে ২০২০ সালে। Nil Mehir কম ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলার তুফানের বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

বাংলার তুফান সিজন ০২ বিজয়ী

প্রথম মৌসুমে বাংলার তুফান প্রতিযোগিতা সকলের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। প্রথম মৌসুমে আমরা অনেকের অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও সু্যোগ দিতে পারিনি। তাই মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমরা ২০২১ সালে “বাংলার তুফান সিজন ০২” নামে আত্মপ্রকাশ করি। Tasin সবচেয়ে কম ইংরেজি শব্দের ব্যবহার করে বাংলার তুফান সিজন ০২ এর বিজয়ী নির্বাচিত হন।

নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে আমরা এবার বাংলার তুফান সিজন ০৩ এর আয়োজন করেছি। @akjug_ronald_mario কে অসংখ্য অভিনন্দন যে তিনি সবথেকে কম ভুল করে বাংলার তুফান সিজন ০৩ প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন।

বাংলার তুফান সিজন ০৩

প্রতিযোগিতায় আপনাকে কি করতে হবে?

👉প্রতিযোগিতার জন্য আপনার নাম নিবন্ধন করা হয়ে গেলে আপনাকে আয়োজক মন্ডলী থেকে সুনিদৃষ্ট তারিখ এবং সময় বলে দেওয়া হবে।
সেই তারিখ এবং সময়ে আপনাকে আপনার লাইভে আসতে হবে।

👉বিচারক নির্ধারিত ১০ মিনিট আপনাকে লাইভ করতে হবে।

👉মূলত আপনি আপনার দর্শকদের সাথে ১০ মিনিট কথোপকথন করবেন। তাদের মন্তব্য পরবেন এবং মন্তব্যের উত্তর দিবেন। কিন্তু কোন ধরনের ইংরেজি শব্দের ব্যবহার এই ১০ মিনিটে করা যাবে না।

👉চেষ্টা করবেন দর্শকদের মন্তব্যগুলো সমন্বয় করে পড়তে, যেন খুব বেশি ধীরগতির না হয়ে যায়।

👉বিচারকগণ শুধু আপনি কয়টি ইংরেজি শব্দ বলছেন সেটি গণনা করবেন।

👉বিচারক বৃন্দ চাইলে ধীরগতির কথোপকথনের জন্য শাস্তি স্বরূপ ভুলের নম্বর বাড়াতে পারেন বা প্রতিযোগিতা থেকে বাতিল করতে পারেন।