১০ মিনিটের সরাসরি সম্প্রচার করতে হবে, যেখানে সম্পূর্ণ সম্প্রচারটি বাংলায় করতে হবে, কোন ধরনের ইংরেজি বা অন্যান্য ভাষার ব্যবহার করা যাবে না।
সম্পূর্ণ সম্প্রচারটি দুজন নিরপেক্ষ বিচারক এবং সকল দর্শকদের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
প্রতিযোগীকে অবশ্যই প্রতিযোগিতার নির্ধারিত সময়ের পূর্বে সম্প্রচার শুরু করতে হবে।
কোন প্রতিযোগী যদি নির্ধারিত সময়ে সম্প্রচার করতে ব্যর্থ হয় এবং আয়োজক মন্ডলির সাথে যোগাযোগ না করে থাকে তাহলে সেই প্রতিযোগীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
প্রতিযোগিতা শুরুর পূর্বে প্রতিযোগীর সম্প্রচারের শিরোনাম “বাংলার তুফান সিজন ৩” দিতে হবে এবং সম্প্রচারের প্রচ্ছদ পরিবর্তন করতে হবে।
বিচারকগণ “সময় শুরু” বলবার পর থেকে প্রতিযোগীর সময় নির্ধারণ শুরু হয়ে যাবে।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে একজন প্রতিযোগী তার দর্শকদের সাথে কোনো ধরনের অশোভন বা অসৌজন্যমূলক বাক্য বিনিময় করতে পারবেন না।
প্রতিযোগীর মত দর্শকদের থেকেও সৌজন্যমূলক বাক্য বিনিময় আমরা আশা করি। তাই কোন দর্শক যদি প্রতিযোগীর সাথে অসৌজন্যমূলক বাক্য বিনিময় করেন তাহলে বিচারকগণের নির্দেশে প্রতিযোগী সেই দর্শককে সাময়িকভাবে বন্ধ (Mute 🤐) বা পুরোপুরিভাবে সম্প্রচার থেকে বের করে (Kick out) দিতে পারেন।
প্রতিযোগিতার দর্শক সংখ্যা যদি ১০ এর নিচে হয় তাহলে বিচারকগণ প্রতিযোগিতা শুরুর ক্ষেত্রে বিলম্ব করতে পারেন।
প্রতিযোগীদের কম ভুলের দিক থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
কোন প্রতিযোগী যদি নিয়ম ভঙ্গ করে তাহলে বিচারকগণ শাস্তিস্বরূপ সেই প্রতিযোগীর ভুলের নম্বর বাড়িয়ে দিতে পারেন অথবা সেই প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে বাতিল করতে পারেন।
সম্মানিত বিচারকগণ দ্বারা নির্ধারিত ফলাফল সর্বশেষ বলে গণ্য করা হবে।