
বাংলার তুফান খুবই স্বল্প পরিসরে যাত্রা শুরু করে ২০২০ সালে। Nil Mehir কম ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলার তুফানের বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

প্রথম মৌসুমে বাংলার তুফান প্রতিযোগিতা সকলের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। প্রথম মৌসুমে আমরা অনেকের অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও সু্যোগ দিতে পারিনি। তাই মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমরা ২০২১ সালে “বাংলার তুফান সিজন ০২” নামে আত্মপ্রকাশ করি। Tasin সবচেয়ে কম ইংরেজি শব্দের ব্যবহার করে বাংলার তুফান সিজন ০২ এর বিজয়ী নির্বাচিত হন।

নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে আমরা এবার বাংলার তুফান সিজন ০৩ এর আয়োজন করেছি। @akjug_ronald_mario কে অসংখ্য অভিনন্দন যে তিনি সবথেকে কম ভুল করে বাংলার তুফান সিজন ০৩ প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন।