প্রতিযোগিতায় আপনাকে কি করতে হবে?
👉প্রতিযোগিতার জন্য আপনার নাম নিবন্ধন করা হয়ে গেলে আপনাকে আয়োজক মন্ডলী থেকে সুনিদৃষ্ট তারিখ এবং সময় বলে দেওয়া হবে।
সেই তারিখ এবং সময়ে আপনাকে আপনার লাইভে আসতে হবে।
👉বিচারক নির্ধারিত ১০ মিনিট আপনাকে লাইভ করতে হবে।
👉মূলত আপনি আপনার দর্শকদের সাথে ১০ মিনিট কথোপকথন করবেন। তাদের মন্তব্য পরবেন এবং মন্তব্যের উত্তর দিবেন। কিন্তু কোন ধরনের ইংরেজি শব্দের ব্যবহার এই ১০ মিনিটে করা যাবে না।
👉চেষ্টা করবেন দর্শকদের মন্তব্যগুলো সমন্বয় করে পড়তে, যেন খুব বেশি ধীরগতির না হয়ে যায়।
👉বিচারকগণ শুধু আপনি কয়টি ইংরেজি শব্দ বলছেন সেটি গণনা করবেন।
👉বিচারক বৃন্দ চাইলে ধীরগতির কথোপকথনের জন্য শাস্তি স্বরূপ ভুলের নম্বর বাড়াতে পারেন বা প্রতিযোগিতা থেকে বাতিল করতে পারেন।

















